ABOUT COMMUNITY
রেডিও লাভার্স ওয়াল্ড ওয়াইড সম্পর্কে
রেডিও লাভার্স ওয়াল্ড ওয়াইড কলকাতার একমাত্র বড়ো রেডিও কমিউনিটি । আমাদের স্লোগান হলো রেডিও শুনুন রেডিও কে বাঁচিয়ে রাখুন । আমাদের নীতিবাক্য রেডিও কে বাঁচিয়ে রাখা ও রেডিও কে সঙ্গে নিয়ে জীবনে এগিয়ে চলা । শহরের প্রাণকেন্দ্র থেকে আমরা এই বাণী প্রচার করে আসছি ২০১৫ সাল থেকে । আমাদের কমিউনিটির মূল কাজ রেডিও শোনা, শোনানো, অনুষ্ঠান প্রচার করা, সঙ্গীত চর্চা করা, গান শোনানো, সাহিত্য চর্চা করা, পত্রিকা প্রকাশ করা, যুগের সাথে তাল মিলিয়ে রেডিও কে আধুনিক করে তোলা, উন্নত রেডিও পরিষেবা দেওয়া, রেডিও অনুষ্ঠান নিয়ে আলোচনা, দেশ বিদেশের বিভিন্ন রেডিও স্টেশন শোনা, সেই নিয়ে আলোচনা করা এই নিয়ে চলে আমাদের কমিউনিট । এ ছাড়া আকাশবাণী ও অন্যান্য রেডিও স্টেশনের কিছু ভালো অনুষ্ঠানের রেকর্ডিং দেওয়া হয় গ্রুপ এ। শ্রোতাদের সঙ্গে যোগাযোগ রাখা, বিশ্বব্যাপী পৃথিবীর যেকোনো প্রান্তের বেতার প্রেমীদের সঙ্গে রেডিও নিয়ে মেতে থাকা ।
রেডিও বা বেতার শুধু যোগাযোগ মাধ্যম নয়; সময়ের সাক্ষী, ইতিহাসের বাহক ও সংস্কৃতির প্রতীক। যুগে যুগে মানুষের জীবনে এর প্রভাব অপরিসীম। রেডিও থেকে শুরু হয়েছিল তারহীন যোগাযোগের বিস্ময়কর যুগ। এটি আমাদের জীবনে যোগ করেছে নতুন ছন্দ। জ্ঞান-বিজ্ঞান, সংবাদ ও বিনোদনের বাহক হিসেবে সব সময় সঙ্গে ছিল এই রেডিও। সংবাদের পাশাপাশি এটি বিনোদনের প্রধান মাধ্যম। অনুষ্ঠানের মাধ্যমে বিনোদন ও তথ্য দিয়ে সাধারণ মানুষের আচরণগত পরিবর্তনেও বেতার তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। দুর্যোগ-দুর্বিপাকে বেতারের ভূমিকা অনস্বীকার্য। এখনো মানুষ রেডিও শোনে। এখনো রেডিওর ওপর নির্ভর করে অনেক মানুষ। অনেকেরই ধারণা ইন্টারনেটের অগ্রযাত্রার এই সময়ে রেডিও তার গুরুত্ব হারিয়েছে, ধারণাটি সঠিক নয় মোটেই। কারণ সারাবিশ্বে বেতার এখনও অন্যতম জনপ্রিয় গণমাধ্যম। সময় যেমন বদলেছে, ঠিক তেমনই সময়ের সঙ্গে তালমিলিয়ে প্রচারণার ধরণও বদলে গেছে।
২০১৫ থেকে শুরু হয় আমাদের সবচেয়ে জনপ্রিয় ও লোকপ্রিয় স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান ও মনের মত গান মনে রাখা কথা অনুষ্ঠান । কিন্তু তখন Radio Lovers World Wide Radio Community তৈরী হয় নি। সেসময় শুধু বিভিন্ন অনুষ্ঠান প্রচার করা হতো। আমাদের এই কমিউনিটি শুরু হয় ২০১৯ সালে । ২০২০ সাল থেকে শুরু হয় আমাদের রেডিও তে সম্প্রচার । প্রথমে সপ্তাহে এক দিন দিয়ে শুরু হয় আমাদের রেডিও পরিষেবা। রবিবার বিকেল চারটে থেকে ছটা পর্যন্ত; প্রচার করা হয়েছিল স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান, অনুরোধের গীতিকা, মনের মত গান মনে রাখা কথা অনুষ্ঠান । সেখান থেকেই রেডিও তে পথচলা শুরু । এরপর পরিবর্তন হয়, শুরু হয় সপ্তাহে দুদিন করে সম্প্রচার । তখন থেকে বাড়তে থাকে রেডিওর শ্রোতা ও স্টেশনের জনপ্রিয়তা । এরপর ২০২১ র মার্চ মাস থেকে সম্প্রচারের সময় পরিবর্তন হয়ে বেলা তিনটে থেকে করা হয় । আবার সেপ্টেম্বর মাসে এসে প্রচারের দিন বেড়ে, শুক্রবার থেকে রবিবার হয়ে যায় । এরপর আবার ২০২২ সালে মার্চ মাসে বাড়ানো হয় প্রচারের সময় শ্রোতাদের অনুরোধে । বেলা একটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত । তার সঙ্গে শুরু হয় আরো একটি নতুন স্টেশন ।
তখন থেকে আমাদের দুটো রেডিও স্টেশন, একটি ক্যালকাটা রেডিও ১০৩.১ মেগাহার্টজ, আর একটি বং ফ্রিকোয়েন্সি ১০৫.৫ মেগাহার্টজ । তারপর সব শেষের পরিবর্তন টা ঘটে ২০২৩ সালে, আমরা কমিউনিটির কর্মকর্তারা স্টেশনের বিপুল জনপ্রিয়তা দেখে সিদ্ধান্ত নিই এবার থেকে প্রতি বৃহস্পতিবার থেকে রবিবার বেলা বারোটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত দুটো স্টেশনে সম্প্রচার করা হবে বিভিন্ন অনুষ্ঠান । এটাই এখনও পর্যন্ত চলছে । এই সব কিছুর পাশাপাশি চলতে থাকে আমাদের অনলাইন অনুষ্ঠান । প্রথমে একটি তারপর এখন আমাদের তিনটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে অনুষ্ঠান ও গান প্রচার করা হয় ।
আমরা কলকাতার সবচেয়ে বড় রেডিও কমিউনিটি । আরো জানতে হলে যোগ দিতে হবে আমাদের গ্রুপে । আমাদের Facebook Group, RLWWRC Cultural Community Group, Facebook Page, WhatsApp group, Calcutta Radio WhatsApp Group ও Instagram account আছে। এই সব কিছুর লিংক ওয়েবসাইট এ দেওয়া আছে । সব শেষে সকলকে আমন্ত্রণ জানাই আমাদের গ্রুপে । বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন ও ভালো থাকুন ।
Radio Lovers World Wide Radio Community Organization এর Administration এর দায়িত্বে য়ারা আছেন-
DG, Admin- Sumitava Das
Admin- Sourav Roy
Admin, PDG- Surya Sen
Admin, Presenter, Podcaster, PDG, RJ- Rajarshi Roy
PDG, Presenter, RJ- Sheuli Sen
PDG, Presenter, RJ- Dipshikha Das
Presenter, RJ- Samsuz Zaman Presenter, RJ- Reena
Technical Department, Broadcaster, Studio & Transmitter Maintenance-Debjit Mitra
Transmitter Operator- Ajoy Mitra Editor- Arnab Roy
Presenter, RJ- Suman
Presenter, RJ- Saikat
÷÷÷÷÷÷÷÷÷÷
Radio Lovers World Wide Radio Community
Kolkata, West Bengal, India
(Android APK file)
Or scan the QR code: